তজুমদ্দিনে গুচ্ছ গ্রামের জায়গায় দোকান নির্মাণের অভিযোগ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে গুচ্ছ গ্রামের জায়গায় দোকান নির্মাণের অভিযোগ
শনিবার ● ২০ জুন ২০২০


তজুমদ্দিনে গুচ্ছ গ্রামের জায়গায় দোকান নির্মাণের অভিযোগ

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে সোনাপুর ইউনিয়নে সরকারী গুচ্ছ গ্রামের চলাচলের পথের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরকারী জমি দখলের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
সুত্রে জানা গেছে, উপজেলার সোনাপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রচ্ছুগ্রামের বসবাসকারীদের যাতায়াতের পথের  জায়গা দখল করে দোকান ঘর উত্তোলন করছেন একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মোঃ সফিজলের ছেলে মোঃ শাহিন। গুচ্ছুগ্রামের বাসিন্দা নেজামল হক দখলদার শাহিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছেন।

সরজমিনে গিয়ে দেখা যায় , গুচ্ছুগ্রামের দখল করা জায়গায় দোকান ঘর নির্মাণের কাজ করছেন কাঠ মিন্ত্রীরা। কাজের কাছে শাহিন উপস্থিত না থাকলেও শাহিনের পিতা সফিজল ও ভাই আল-আমিন উপস্থিত থেকে কাজ করাচ্ছেন। সরকারী জায়গায় কিভাবে দোকান ঘর তোলার বিষয়ে জানতে চাইলে শাহিনের পিতা সফিজল বলেন, গুচ্ছুগ্রামের লোকজন আমাদেরকে জায়গা দিয়েছে জানালেও কারো নাম বলতে পারেনি। তিনি আরো জানান, জাল, কাছিসহ বিভিন্ন মালামাল বিক্রয় করার জন্য দোকান ঘর নির্মাণ করছি। গুচ্ছুগ্রামের বাসিন্দা নেজামল হক থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ এসে শাহিনকে ঘর তুলতে নিষেধ করলেও সে শুনেনি। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শামছুদ্দিন বলেন, শাহিনদের দোকান ঘর তোলার জায়গাটি গুচ্ছুগ্রামের যাতায়াতের পথ। কে তাদের অনুমতি দিয়েছে তা আমার জানা নেই। তবে পুলিশ এসে নিষেধ করার পর কয়েকদিন কাজ বন্ধ ছিলো। সোনাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু জানান, এ বিষয়ে ইউনিয়ন পরিষদে কেউ অভিযোগ দেয়নি। গ্রাম আদালতে লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১৫:৫০ ● ৩০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ