মাদারীপুরে বিদেশী জালনোটসহ র‌্যাবের হাতে আটক-১

প্রথম পাতা » ঢাকা » মাদারীপুরে বিদেশী জালনোটসহ র‌্যাবের হাতে আটক-১
শুক্রবার ● ১৯ জুন ২০২০


মাদারীপুরে বিদেশী জালনোটসহ র‌্যাবের হাতে আটক-১

সাগরকন্যা ডেস্ক রিপোর্ট॥

মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বন্দর এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম শেখ(২৫) নামের এক প্রতারককে বিদেশী জালনোটসহ হাতে নাতে আটক করেছে র‌্যাব।
বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব-৮’র এশটি টিম টেকেরহাট বন্দরে অভিযান চালিয়ে বিদেশী জালনোটসহ সাদ্দাম শেখকে হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট থেকে ৪টি ৫০ টাকার MALAYSIAN RINGGIT  কথিত জাল নোট উদ্ধার হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজন সূত্রে জানাযায়, ধৃত আসামী পেশাদার জালনোট ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় জালনোট বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তাকে উদ্ধারকৃত জালনোটসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। ধৃত সাদ্দাম শেখের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার বরইহাট এলাকায়। তার পিতার নাম মবজেল শেখ। এ সংক্রান্তে মাদারীপুরের রাজৈর থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রেসনোট/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২০:৩৯ ● ৩৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ