আম্পান ক্ষতিগ্রস্ত-কলাপাড়ায় ৫শ’ কৃষক পরিবার পাচ্ছে নগদ টাকা, ফ্রি সার ও বীজ

প্রথম পাতা » পটুয়াখালী » আম্পান ক্ষতিগ্রস্ত-কলাপাড়ায় ৫শ’ কৃষক পরিবার পাচ্ছে নগদ টাকা, ফ্রি সার ও বীজ
শুক্রবার ● ১৯ জুন ২০২০


কলাপাড়ায় ৫শ’ কৃষক পরিবার পাচ্ছে নগদ টাকা, ফ্রি সার ও বীজ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার সরকারের পুষ্টি প্রনোদনার আওতায় পেতে যাচ্ছে বিশেষ সহায়তা। উপজেলার ১২ ইউনিয়ন ও দু’টি পৌরসভার প্রায় অর্ধ সহ¯্রাধিক কৃষকের পরিবার এ সুবিধা পাবেন বলে নিশ্চিত করেছে উপজেলা কৃষি বিভাগ সূত্র।

সূত্রটি জানায়, ঘূর্নিঝড় আম্পান’র প্রভাবে উপকূলীয় এলাকার কৃষির উপর বিরুপ প্রভাব ফেলায় দু:শ্চিন্তা গ্রস্ত হয়ে পড়ে কৃষক। এতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার গুলোকে পুষ্টি প্রনোদনার আওতায় সরকার সবজি চাষাবাদে উদ্বুদ্ধ করতে এ সহায়তা দিচ্ছে। উপজেলার ১২ ইউনিয়ন ও দু’টি পৌরসভার ক্ষতিগ্রস্ত ৩২ জন করে মোট ৪৪৮ কৃষক পরিবার সরকারের এ প্রনোদনা পাচ্ছে। এ লক্ষে কৃষককে বিনামূল্যে বীজ সহায়তা সহ সবজি ক্ষেতের বেড়া, মাচা ও সার বাবদ দেয়া হচ্ছে নগদ ১৯৩৫ টাকা। যা কৃষক তাদের মোবাইলে বি-ক্যাশ, শিওরক্যাশ ও নগদ একাউন্ট’র মাধ্যমে পাবেন। এছাড়া কালিকাপুর মডেল অনুসারে প্রতি শতাংশ জমির জন্য পাচ্ছেন ৭/৮ ধরনের বীজ। আগামী সপ্তাহে আম্পান ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরকারের এ প্রনোদনা পৌঁছে দেয়া হবে।

স্থানীয় কৃষি বিভাগের প্রেরিত তথ্য অনুসারে উপজেলায় আম্পানে ক্ষতিগ্রস্ত মোট কৃষি জমির পরিমান ১২০.৭২ একর। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫১৮০। ক্ষয় ক্ষতির পরিমান ২৭৮ লক্ষ টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা আ: মান্নান জানান, আম্পান ক্ষতিগ্রস্ত ৪৪৮ কৃষক পরিবার পুষ্টি প্রনোদনার আওতায় সরকারের এ সহায়তা পেতে যাচ্ছে। এ প্রনোদনার মধ্যে রয়েছে কৃষকের সবজি ক্ষেতের জন্য বিনামূল্যে লাল শাক, ডাটা শাক, কলমি শাক, ঢেঢ়শ, লাউ, বরবটি, শষা ও করলা’র বীজ। সবজি ক্ষেতের বেড়া, মাচা ও সার বাবদ নগদ ১৯৩৫ টাকা। আগামী সপ্তাহে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান কৃষকদের মাঝে সরকারের এ প্রনোদনা বিতরন করবেন বলে জানান কৃষি কর্মকর্তা আ: মান্নান।

কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, ’বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিতে স্বনির্ভরতা অর্জনে সরকার কৃষকের জন্য এ কৃষি প্রনোদনা দিচ্ছে। যাতে কৃষকের এক ইঞ্চি জমিও অনাবাদী না থাকে।’

জিপি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৩:১৭ ● ২৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ