স্বরূপকাঠিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা প্রদান

প্রথম পাতা » পিরোজপুর » স্বরূপকাঠিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা প্রদান
বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২০


স্বরূপকাঠিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা প্রদান

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের স্বরূপকাঠিতে করোনাকালীন সময়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পূনর্বাসনের লক্ষে প্রনোদনা প্রদানের উদ্ভোধন করা হয়েছে।
উপজেলা কৃষি পূনর্বাসন কমিটির বাস্তবায়নে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১০ টি ইউনিয়নের ৩৫২ জন কৃষকদের মাঝে ওই প্রনোদনার অর্থ বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. আব্দুর রব কৃষকদের হাতে ওই অর্থ বিতরণ করেন। প্রতিজন কৃষকের ব্যাংক একাউন্টে ১ হাজার ৯৩৫ টাকা করে সর্বমোট ৬ লক্ষ ৮১ হাজার ১২০ টাকা জমা দেয়া হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ। এসময় তিনি আরও জানান, এ অর্থ কৃষকরা সবজি বীজ, সার ও জমি পরিচর্যা করার কাজে ব্যায় করতে পারবেন।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০০:৩৫ ● ৩৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ