পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১০২

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১০২
শনিবার ● ১৩ জুন ২০২০


পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১০২

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা একশতজন ছাড়িয়েছে। তবে আক্রান্তদের মধ্য থেকে পুরোপুরি সুস্থ্য হয়েছেন ৬৬ জন।
পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুরের সাতটি উপজেলায় শনিবার(১৩ জুন) পর্যন্ত ১০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৩১ জন, ভান্ডারিয়ায় ২০ জন, মঠবাড়িয়ায় ২২ জন, ইন্দুরকানিতে ১১ জন, নাজিরপুরে আটজন, নেছারাবাদে আটজন এবং কাউখালী উপজেলায় দুইজন। তবে আক্রান্ত হয়ে মারা গেছে আরও তিনজন। এদের বাড়ি পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায়।
আর চিকিৎসা নিয়ে পিরোজপুর সদর উপজেলায় ২০ জন, ভান্ডারিয়ায় ১২ জন, মঠবাড়িয়ায় ১৬ জন, ইন্দুরকানিতে ১১ জন, নাজিরপুরে চারজন, নেছারাবাদে দুইজন এবং কাউখালীতে একজন পুরোপুরি সুস্থ্য হয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান এ পর্যন্ত পিরোজপুর থেকে এক হাজার ৬১৫ টি নমুনা সংগ্রহ সংগ্রহ করা হয়েছে। তবে এখনও ৫৩৫ টি প্রতিবেদন পেন্ডিং রয়েছে।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:২২ ● ৩৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ