ঝালকাঠীতে ব্যবসায়ী হত্যাকান্ডে জড়িত আসামী গ্রেফতার

প্রথম পাতা » ঝালকাঠী » ঝালকাঠীতে ব্যবসায়ী হত্যাকান্ডে জড়িত আসামী গ্রেফতার
শনিবার ● ১৩ জুন ২০২০


ঝালকাঠীতে ব্যবসায়ী হত্যাকান্ডে জড়িত আসামী গ্রেফতার

সাগরকন্যা ডেস্ক রিপোর্ট॥

 

ঝালকাঠীতে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ৮ঘন্টার মধ্যেই আসামী জিসান (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব।
শনিবার (১৩ জুন) রাত ২টায় ঝালকাঠির কলেজ মোড় এলাকায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ী মামুন মাতুব্বরকে কুপিয়ে হত্যা মামলার আসামী জিসান(২৫)কে বরিশাল থেকে গ্রেফতার করে র‌্যাব।
র‌্যাব-৮’র প্রেসনোটে বলাহয়, নিহত মামুন এক জন গাছ ব্যবসায়ী ছিলো। আসামী রাব্বী এবং জিসান চাঁদা দাবি করলে মামুন মাতুব্বর চাঁদার টাকা দিতে অস্বীকার করে। শুক্রবার (১২ জুন) রাতে রাব্বী এবং জিসান পথরোধ করে মামুন মাতুব্বরকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত মামুন মাতুব্বরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। আসামী রাব্বী ও জিসান এলাকায় মাদক ব্যবসা করতো এবং বিভিন্ন সময় তারা সাধারণ মানুষের নিকট থেকে চাঁদা আদায় করে আসছিলো। এ ঘটনার পর বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামী জিসান বরিশালের রুপাতলী ভাষানি সড়কের বাসিন্দা। তার পিতার নাম জহির বলে জানায় এবং প্রথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। র‌্যাব-৮, বরিশালের পক্ষ থেকে ধৃত আসামীকে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেসনোট/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৬:২০ ● ৩৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ