মঠবাড়িয়ায় নারী সদস্যের স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

প্রথম পাতা » পিরোজপুর » মঠবাড়িয়ায় নারী সদস্যের স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
শনিবার ● ১৩ জুন ২০২০


মঠবাড়িয়ায় নারী সদস্যের স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক নারী ইউপি সদস্যের স্বামী মোঃ ইলিয়াস খান (৫০) বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ (৩৫) বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত ইলিয়াস খান উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে ও ওই ইউনিয়নের নারী ইউপি সদস্য খাদিজা বেগমের স্বামী।
মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর মোবাইল নাম্বার কৌশলে সংগ্রহ করে ইউপি সদস্যের স্বামী ইলিয়াস খান তাকে প্রায়ই কু-প্রস্তাব দিতো। বুধবার (১০ জুন) স্থানীয় চৌকিদার থেকে প্রাপ্ত একটি নোটিশ দেখাতে ওই গৃহবধূ সন্ধ্যায় স্থানীয় নারী ইউপি সদস্য খাদিজা বেগমের বাড়িতে যান। এ সময় ওই নারী ইউপি সদস্য বাড়ি না থাকার সুযোগে ইউপি সদস্যের স্বামী ইলিয়াস খান ওই গৃহবধূকে মুখ চেপে জোর পূর্বক ঘরের বারান্দায় নিয়ে ধর্ষণ করে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১৮:২৪ ● ৩৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ