গলাচিপায় মাঠেই ফুটবলারের মৃত্যু

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় মাঠেই ফুটবলারের মৃত্যু
শুক্রবার ● ১২ জুন ২০২০


মৃত ফুলবলার ডিপলু গাজী

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
গলাচিপায় প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে ডিপলু গাজী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের স্লুইজ গেট এলাকায় শুক্রবার বিকেলে। ডিপলু জ্ঞান হারিয়ে মাঠে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের খলিল গাজীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার ডাকুয়া স্লুইজ গেট এলাকায় সিনিয়র ও জুনিয়রদের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা শুরু হওয়ার আগে ডিপলু বল নিয়ে অনুশীলন করার সময় অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ গাজী জানান, ডিপলু আগে থেকেই মৃগী রোগী ছিলো। প্রায়ই একেক যায়গায় পড়ে যেত। আজও পড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সাগরকন্যাকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সুরতহাল রিপোর্ট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনআরএস/এনবি

বাংলাদেশ সময়: ১৯:৫৮:০৮ ● ৯৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ