বেতাগীর ফুলঝুড়ি ইউনিয়নে বাজেট ঘোষণা

প্রথম পাতা » বরগুনা » বেতাগীর ফুলঝুড়ি ইউনিয়নে বাজেট ঘোষণা
মঙ্গলবার ● ৯ জুন ২০২০


বাজেট আলোচনা অনুষ্ঠানের ছবি।

বেতাগী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
লক্ষিত জন গোষ্ঠীর অংশ গ্রহনে পানি, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থাপনার উন্নয়নে বরগুনার ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদ  মিলনায়তনে ২০২০-২১ সালের বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও ইউপি সচিব ভব রঞ্জন হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্লোব বাংলাদেশের বেতাগী উপজেলার ব্যবস্থাপক কিশোর কুমার দাস, মনিটরিং কর্মকর্তা আকবর হোসেন,প্রকল্প কর্মকর্তা নাসিমা বেগম।  এতে ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, সুশিল সমাজের প্রতিনিধি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাজেটে ২ কোটি  ৫লক্ষ ২১ হাজার  ৪শ টাকার মধ্যে স্বাস্থ্য ও স্যনিটেশন খাতে ৫লক্ষ ১০হাজার ৩শ২৬ টাকা বরাদ্দের ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:২৩ ● ৪০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ