উপজেলা প্রকৌশলীসহ ৯পদ শূন্য কাউখালীতে এলজিইডি’র উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত

প্রথম পাতা » পিরোজপুর » উপজেলা প্রকৌশলীসহ ৯পদ শূন্য কাউখালীতে এলজিইডি’র উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত
মঙ্গলবার ● ৯ জুন ২০২০


কাউখালীতে এলজিইডি’র উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে উপজেলা প্রকৌশলীসহ দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ অধিকাংশ পদ শূন্য থাকায় উন্নয়ন কাজ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোন ফল পাওয়া যায়নি। যে কারণে প্রকৌশল দফতরটি এখন চলছে জোড়াতালি দিয়ে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে মোট  ১৯টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ উপজেলা প্রকৌশলীসহ ৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। পার্শ্ববর্তী ভান্ডারিয়ার উপজেলা প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এত বড় একটি গুরুত্বপূর্ণ দফতরে এতদিন যাবৎ জনবল সঙ্কট থাকায় উপজেলার সচেতন মহলকে রীতিমতো ভাবিয়ে তুলেছে।
এ দপ্তরের গুরুত্বপুর্ণ শুন্য পদ গুলো হচ্ছে- উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীর ১টি পদ শূন্য, সহকারি হিসাব রক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কার্য সহকারী ২টি পদ শূন্য, কমিউনিটি অর্গানাইজার, নিরাপত্তা প্রহরীর পদ দীর্ঘকাল ধরে শূন্য রয়েছে। আর এসব গুরুত্বপূর্ণ পদ মাসের পর মাস শূন্য থাকায় উপজেলার সকল উন্নয়ন কাজ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অতিদ্রুত শুন্যপদগুলো পূরণ করা না হলে উপজেলার চলমান সকল উন্নয়ন কাজ ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে।
উপজেলার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের কথা নিয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়, অথচ দপ্তর সচলের কোন উদ্যোগ নেই।
পিরোজপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায় বলেন, উপজেলা প্রকৌশলীসহ শুন্য পদ গুলো জুন মাসের পর পদায়ন দেয়া হবে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৫৩ ● ৩৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ