আগৈলঝাড়ায় এক শিক্ষার্থীর পরীক্ষা বাতিল

প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় এক শিক্ষার্থীর পরীক্ষা বাতিল
বুধবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৯


ফাইল ছবি
আগৈলঝাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি ॥
বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম এর স্বাক্ষর জাল করা প্রবেশপত্রধারী এক শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে শিক্ষা বোর্ডে।
জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় বরিশালের আগৈলঝাড়ায় ফরম পূরণ না করেও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর, প্যাড জালিয়াতির আশ্রয় নিয়ে সর্বশেষ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম এর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তৈরী করা প্রবেশপত্রে গত রবিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিচ্ছিল বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওই গ্রামের দীনেশ দাসের ছেলে ৯০০৬৯১ নং রোলধারী অভিযুক্ত ছাত্র সুব্রত দাস। সংবাদ পেয়ে বরিশাল বোর্ড সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টচার্য আগৈলঝাড়া কেন্দ্র পরিদর্শন করে অভিযুক্ত ছাত্র সুব্রত দাসের সাথে কথা বলেন। এসব বিষয় মা জানেন বলে শিক্ষার্থী জানায়। পরে বোর্ড সচিব তার মা সবিতা দাসকে ডেকে আনলে সবিতা সচিবকে জানান, ‘ আমার যা বলার তা ইউএনও-কে বলেছি। নতুন করে আর কিছু বলব না’ !

সবিতার ঔদ্ধত্যপূর্ণ আচরণে বিস্ময় প্রকাশ করেছেন বোর্ড সচিবসহ ভিজিলেন্স টিমের অপর সদস্যরাও। বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন বিহারী জয়ধরের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান। বরিশাল বোর্ড সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টচার্য ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের রিপোর্টের পর রবিবার বিকেলে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম এর স্বাক্ষরিত স্মারক নং- বশিবো/পনি/এসএসসি/২০১৯/১৮৮৬ প্রজ্ঞাপন দ্বারা অভিযুক্ত ছাত্র সুব্রত দাসের পরীক্ষা বাতিল করেন। যার অনুলিপি গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে।

এএলএস/কেএস

বাংলাদেশ সময়: ১৬:১৫:২২ ● ৪৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ