কলাপাড়ায় সরকারি খালের বাঁধ অপসারণ করে সাত একর খাস জমি উদ্ধার

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় সরকারি খালের বাঁধ অপসারণ করে সাত একর খাস জমি উদ্ধার
সোমবার ● ৮ জুন ২০২০


মধুখালীতে সরকারি খালের বাঁধ অপসারণ

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
প্রভাবশালী একটি মহলের দখল থেকে সাত একর ২৫ শতক এলাকার সরকারি খালসহ খাস জমি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল এ খালসহ খাস জমি অবৈধ দখলমুক্ত করেছেন। খালের বাঁধটি অপসারণ করা হয়েছে।
জানা গেছে, কলাপাড়া উপজেলার মধুখালী মৌজায় বুড়ির খালে বাঁধ দিয়ে খাসজমিসহ দখল করে রাখে একটি প্রভাবশালীমহল। কৃষকের কৃষিকাজের ব্যাঘাতসহ পানির প্রবাহ বন্ধ করে রাখা হয়। ১৩৩৭ ও ১৩৩৮ নম্বর দাগের এ খালসহ খাস জমি উদ্ধারের ফলে এলাকার কৃষকরা খুশি। তাঁদের কৃষিকাজের প্রতিবন্ধকতা কেটে গেল। সহকারী কমিশনার জগৎবন্ধধু মন্ডল আরও জানান, এভাবে সরকারি খাস জমি কিংবা খালের দখলমুক্ত করার কাজ অব্যাহত থাকবে।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৬:১১:৪১ ● ৩৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ