আমতলীতে আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ
রবিবার ● ৭ জুন ২০২০


আমতলীতে আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলায় সপার সাইক্লোণ আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরন করা হয়েছে। রবিবার (৭ জুন) শেখ রাসেল ফাউন্ডেশন নিউইর্য়ক ইউএসএ ইন্টারন্যাশনাল এর উদ্যোগে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের পায়রা নদী সংলগ্ন নাইয়াপাড়া গ্রামে ঢেউটিন বিতরন করা হয়। লালু পঞ্চায়েত আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় ফাউন্ডেশনের সভাপতি নিউইর্য়কের আলোচিত প্রাণঘাতী করোনা ভাইরাস চিকিৎসক বাংলাদেশী নাগরিক ডাঃ খন্দকার ফেরদৌস আলমের অর্থায়নে টিন বিতরন কার্যক্রমে উদ্বোধন করেন প্রধান অতিথি ফাউন্ডেশনের আর্ন্তজাতিক উপদেষ্টা ব্যাংকার জার্মান প্রবাসী রোকেয়া সুলতানা রোথি।
জানাগেছে, সুপার সাইক্লোণ আম্ফান ২১ মে উপকুলীয় অঞ্চলে আঘাত হানে। ঘুর্ণিঝড়ের আঘাতে আমতলী উপজেলায় দুই হাজার পাঁচ’শ ঘর আশিংক ও সম্পুর্ণ বিধ্বস্থ হয়। অন্তত দশ হাজার গাছপালা উপড়ে পড়ে। উপজেলায় ব্যপক ফসলের ক্ষতি হয়। এই ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে শেখ রাসেল ফাউন্ডেশন নিউইর্য়ক ইউএসএ ইন্টারন্যাশনাল গুলিশাখালী ইউনিয়নের ১১ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরনের উদ্যোগ নেয়। লালু পঞ্চায়েত আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় ফাউন্ডেশনের সভাপতি নিউইর্য়কের আলোচিত প্রাণঘাতী করোনা ভাইরাস চিকিৎসক বাংলাদেশী নাগরিক ডাঃ খন্দকার ফেরদৌস আলমের অর্থায়নে ঢেউটিন বিতরন কার্যক্রমে উদ্বোধন করেন প্রধান অতিথি ফাউন্ডেশনের আর্ন্তজাতিক উপদেষ্টা ব্যাংকার জার্মান প্রবাসী রোকেয়া সুলতানা রোথি। এ সময় উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, লুৎফুননেছা রেনু ও মনিরা সুলতানা বিউটি প্রমুখ। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে এক বান্ডিল ঢেউটিন বিতরন করা হয়।
শেখ রাসেল ফাউন্ডেশনের আন্তর্জাতিক উপদেষ্টা ব্যাংকার জার্মান প্রবাসী রোকেয়া সুলতানা রোথি বলেন, শেখ রাসেল ফাউন্ডেশন নিউইর্য়ক ইউএসএ ইন্টারন্যাশনাল এর উদ্যোগে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ১১ পরিবারকে ঢেউটিন বিতরন করা হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৫:২৬ ● ২৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ