কাউখালীর সন্ধ্যা নদীতে অভিযানে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীর সন্ধ্যা নদীতে অভিযানে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
রবিবার ● ৭ জুন ২০২০


---

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান চালিয়ে  দুই লাখ টাকা মূল্যের ৮ হাজার মিটার কারেন্ট জাল, চরগড়া ও বেশ জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৭জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দের পর কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
নদীতে ১নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত এই ৮ মাস জাটকা(১০ইঞ্জির চেয়ে ছোট ইলিশ) ধরা,পরিবহন,এবং বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
এই অভিযানে অংশ নেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম,কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুলালেন্দু সিকদার।

বাংলাদেশ সময়: ১৩:২৮:৫২ ● ৩৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ