কলাপাড়ায় প্রথম শণাক্ত করোনা রোগী নিয়ে তোলপাড়

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় প্রথম শণাক্ত করোনা রোগী নিয়ে তোলপাড়
রবিবার ● ৭ জুন ২০২০


কলাপাড়ায় প্রথম শণাক্ত করোনা রোগী নিয়ে তোলপাড়

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় প্রথম শণাক্ত করোনা রোগী কলাপাড়া পৌরসভার নাচনাপাড়ার মাছ ব্যবসায়ী ইব্রাহিম প্যাদাকে (৪৫) নিয়ে চলছে তোলপাড়। ১১ মে তার উপসর্গের কারণে প্রথম নমুনা সংগ্রহ করা হয়। ১২ মে থেকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এরই মধ্যে দুই বারের পরীক্ষায় তার ফের করোনা পজেটিভ আসে। বরিশালে চিকিৎসাধীন থাকাকালে তার এক ছেলে মাইক্রোচালক ইব্রাহিম প্যাদার কাছে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ প্রোগ্রামে তারা বাবা সুস্থ রয়েছেন বলে প্রচার চালায়। শুরু থেকে কাছে থেকে চিকিৎসার দেখাশোনা করে আসছেন ওই ছেলে।  সবশেষ ২ জুন ইব্রাহিম প্যাদা কলাপাড়া পৌরসভার নাচনাপাড়ার বাসায় চলে আসেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে এসেছেন। সুস্থ রয়েছেন। চিকিৎসক রেফায়েত হোসেন ওই ছেলের উদ্ধৃতি দিয়ে বলেছেন ছাড়পত্র রয়েছে। কিন্তু ৪ জুন রাতে কলাপাড়া হাসসপাতালের প্রেরিত করোনার প্রতিবেদনে ৫৩ নম্বর সিরিয়ালের রোগী ইব্রাহিম প্যাদার করোনা ফের পজেটিভ পাওয়া যায়। যথারীতি ফের তার বাড়ি লকডাউন করা হয়। কিন্তু সাধারণ মানুষসহ সচেতনমহলের প্রশ্ন করোনা নেগেটিভ না আসা পর্যন্ত কীভাবে ছাড়পত্র দেয়া হলো। আর পজেটিভ রোগীর সংস্পর্শে থাকা ছেলে রাস্তাঘাটে মাইক্রো চালাচ্ছেন। ঘুরছেন। বিষয়টি এখন কলাপাড়ার সর্বত্র আলোচিত রয়েছে। মানুষও রয়েছেন শঙ্কায়। সবার কামনা ইব্রাহিম প্যাদা সুস্থ হয়ে উঠুক। কিন্তু বিষয়টি নিয়ে ধু¤্রজালের অবসান হওয়া প্রয়োজন রয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২৯:১৬ ● ৫৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ