চার জেলে আটক কুয়াকাটায় দুই জেলেকে জরিমানা

প্রথম পাতা » কুয়াকাটা » চার জেলে আটক কুয়াকাটায় দুই জেলেকে জরিমানা
শনিবার ● ৬ জুন ২০২০


অর্থদণ্ডপ্রাপ্ত দুই জেলেসহ অন্যান্যরা।

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রে ৬৫দিনের প্রজনন মৌসুম অমান্য করে মাছ ধরার অপরাধে কুয়াকাটা নৌ-পুলিশ ৪ জেলেকে আটক করে। পরে ইসমাইল (৩৫) ও খলিল (৭০) নামে দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা করা করেছে। শনিবার বিকেলে পশ্চিম কুয়াকাটা এলাকার সমুদ্র সৈকত থেকে এদেরকে আটক করা হয়। আটককৃত দুই জেলেকে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করেন। এসময় জেলেদের ধরে আনা প্রায় ১মন চিংড়িমাছ নিলামে দেয়া হয়। অপর দুই জেলে সেলিম (৩০) ও মাসুদ (৩০) কে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে বলে কুয়াকাটা নৌপুলিশ সূত্রে জানানো হয়েছে। এদের সকলের বাড়ি কুয়াকাটার খাজুরা গ্রামে।
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির এসআই মাহমুদ সাগরকন্যাকে জানান, প্রজনন মৌসুমে মাছ ধরা অমান্য করে এরা সমুদ্রে মাছ ধরছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জেলেকে অর্থদন্ড প্রদান করা হয়। অপর দুই জেলে সমুদ্রে কাঁকড়া ধরছিল, এদেরকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

এএইচএ/এনবি

বাংলাদেশ সময়: ২০:০০:৫৯ ● ৩৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ