কাজী সাঈদ, কুয়াকাটা (পটুয়াখালী) অফিস॥
পটুয়াখালীর কুয়াকাটায় করোনা সংক্রমণে স্বাস্থ্য সুরক্ষা মেনে আগামী দিনে কিভাবে হোটেল-মোটেল খোলা রাখা যায় সে বিষয়ে আলোকপাত করা হয়। এ উদ্দ্যেগে স্বাগত জানীয়ে স্বাস্থ্য সম্মত সেবা দিয়ে পর্যটন শিল্পকে রক্ষা করার আহ্বান জানান পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।
পর্যটন নগরী কুয়াকাটায় করোনা সংক্রমণে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করণে হোটেল-মোটেল মালিক ও কর্মচারীদের অনলাইন ভিত্তিক ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালায় এ আহবান জানান জেলা প্রশাসক। শুক্রবার (৫ জুন) বেলা এগারোটায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের যৌথ উদ্যোগে স্থানীয় একটি আবাসিক হোটেলের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামান সোহেলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্ম শহিদুল হক, কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা, কলাপাড়া উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা জগতবন্ধু মন্ডল, হোটেল-মোটেল ওনার্স এসোশিয়েশনের সাধারণ সম্পাদক এম মোতালেব শরীফ।
প্রশিক্ষণ কর্মশালায় দুই শতাধিক মোটেল মালিক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদার। আবাসিক হোটেল-মোটেল গুলোতে পর্যটক এবং হোটেল স্টাফদের স্বাস্থ্য সূরক্ষা নিশ্চিত করণ বিষয়ক প্রমাণ্যচিত্র উপাস্থাপন করেন ওয়াহিদুজ্জামান সোহেল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রুমান ইমতিয়াজ তুষার। প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহম্মেদ এবং ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ন সচিব) আবু তাহের মোহাম্মদ জাবের অনলাইন ভার্চুয়ালে সংযুক্ত থেকে প্রশিক্ষণ কর্মশালা মনিটরিং করেন। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন
কর্মশালায় স্বাস্থ্য সুরক্ষা মেনে আগামী দিনে কিভাবে হোটেল মোটেল খোলা রাখা যায় সে বিষয়ে এই প্রথম স্বাস্থ্য সুরক্ষা মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড হোটেল মালিক কর্মচারীদের ভার্চয়াল প্রশিক্ষণের আয়োজন করেন। পটুয়াখালী জেলা প্রশাসক এধরনের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও হোটেল-মোটেল ওনার্স এসোশিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
বিগত ১৯ মার্চ থেকে জেলা প্রশাসন কুয়াকাটা সমুদ্র সৈকতকে লকডাউন ঘোষণা করে। এরপর থেকেই বন্ধ রয়েছে প্রায় ২ শতাধিক হোটেল-মোটেলসহ পর্যটনমুখী বিভিন্ন প্রতিষ্ঠান। আর কর্মহীন হয়ে পড়েছেন এর সাথে যুক্ত থাকা প্রায় ৫ হাজার শ্রমিক-মালিক।
কেএস/এমআর