পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি
শুক্রবার ● ৫ জুন ২০২০


পিরোজপুরে বিশ^ পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

বিশ্ব পরিবেশ দিবস-২০২০ উপলক্ষে পিরোজপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০২০ টি ফলদ গাছ রোপন কর্মসূচি শুরু করেছে পিরোজপুর ইয়ূথ সোসাইটি।
শুক্রবার (৫জুন) সকালে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একটি ফলের চাড়া লাগিয়ে এ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র সাদউল্লাহ লিটন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, পুলিশ ইনেসপেক্টর হাসনাইন পারভেজ,  ক্রীড়া সংগঠক আজমল হুদা নিঝুম, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক  মো: তামিম সরদার, পিরোজপুর ইয়ূথ সোসাটির প্রধান সমন্বয়কারী মো: হাসিবুল ইসলাম হাসান সহ পিরোজপুর ইয়ূথ সোসাটির সদস্যরা।
পিরোজপুর ইয়ূথ সোসাটির প্রধান সমন্বয়কারী মো: হাসিবুল ইসলাম হাসান জানান,  কোভিড-১৯ এর তান্ডবে সারাবিশ্বের মানুষ যখন বিপর্যস্ত তখন প্রকৃতিতে ফিরেছে প্রাণ। গত চার মাস ধরে পৃথিবীর মানুষ একপ্রকার ঘরবন্দি। প্রকৃতির উপর চালানো অবিচার কমে আসায় প্রকৃতি যেন নিজেকে মেলে ধরেছে। তাই প্রকৃতিকে আরো সুন্দর করার লক্ষ্যেই পিরোজপুর ইয়ূথ সোসাইটি বিশ^ পরিবেশ দিবস-২০২০ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০২০ টি ফলদ গাছ রোপণ কার্যক্রমে শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ফলের চাড়া লাগিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হলো। চলতি মাসের মধ্যেই ২০২০টি গাছের চাড়া লাগিয়ে এবারের প্রতিপাদ্য “ জীব বৈচিত্র” ফিরিয়ে আনার অঙ্গিকার আমাদের।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১২:০৭:৩২ ● ৩৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ