পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
বুধবার ● ৩ জুন ২০২০


পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুর করোনা উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন।

বুধবার (৩ জুন) সকালে জেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায় বলে পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান। মৃত ব্যক্তির বাড়ি পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে।
সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী বলেন, মঙ্গলবার (২জুন) রাতে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ওই ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। পরে তার করোনা লক্ষণ থাকায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে  তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই ব্যক্তির কোভিড-১৯ উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ নুরুল ইসলাম বাদল বলেন, কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির স্বাস্থ্যবিধি মেনে দাফনের করা হয়েছে। তার বাড়ির এলাকা লকডাউন করা হয়েছে।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২০:৫৬ ● ২৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ