প্রধানমন্ত্রীর উপহার পেল কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতি

প্রথম পাতা » কুয়াকাটা » প্রধানমন্ত্রীর উপহার পেল কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতি
বুধবার ● ৩ জুন ২০২০


প্রধানমন্ত্রীর উপহার পেল কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতি

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কুয়াকাটা সমুদ্র পথে বিভিন্ন দর্ষনীয় স্থানে পর্যটক ভ্রমনের এক মাত্র বেসরকারী প্রতিষ্ঠান “কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমবয় সমিতি লিঃ ”র মাঝি ও মালিকদের মাঝে প্রধানমন্ত্রির উপহারের দেওয়া চাল বিতারণ করা হয়।
বুধবার (৩ জুন) দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসের সামনে “কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমবয় সমিতি লিঃ‘র সভাপতি জনি আলমগীর ও সম্পাদক জাহিদের হাতে ৭৭  জনের প্রধান মন্ত্রির উপহার চাল তুলে দেন পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিবুবর রহমান মহিব।
এ সময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন,কলাপাড়া উপজেলার দক্ষ নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ শহিদুল হক, কুয়াকাটা পৌর সভার মেয়র আঃ বারেক মোল্লা,কলাপাড়া পৌর মেয়র,বিপুল চন্দ্র হাওলাদার,কুয়াকাটার প্রেসক্লাবের সভাপতি ও মহিপুর থানার যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশনে সিনিয়র সহ সভাপতি সাংবাদিক হোসাইন আমির, সাংবাদিক মিলন কর্মকার রাজুসহ সংগঠনের সদস্যরা।
প্রধান মন্ত্রিও উপহার পেয়ে  কুয়াকাটা ট্যুরিজমের বেলাল হোসেন বলেন,  আমাদের ট্যুরিজমের সেক্টরের দুঃখ দুর্দশা দেখার কেউ ছিলো না। ইউওনো স্যারের কারণে আমরা যেটুকু পেয়েছি তাতেই আমরা শুকরিয়া। আমরা তার কাছে কৃতজ্ঞ। উল্লেখ্য মহামারি করোনার প্রায় আড়াই মাস “কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমবয় সমিতি লিঃ সাথে শতাধিক পরিবার অসহায় হয়ে পড়ছে পর্যটক মুখি এ ব্যবসা যত দিন স্বাভাবিক না হবে ততদিন তাদেও দুঃখ কস্ট লেগেই থাকবে। কবে তাদেও আগের যৌবন ফিওে পাবে সে আশায় বুক পেতে আছে।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:০০ ● ৩০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ