গৌরনদীতে আন্তঃজেলা গরু চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে আন্তঃজেলা গরু চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
শনিবার ● ৩০ মে ২০২০


প্রতীকী ছবি

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বরিশালের গৌরনদীতে আন্তঃজেলা গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  গ্রেফতারকৃতরা হলো- উপজেলার তাঁরাকুপি গ্রামের মৃত- গঞ্জেরআলী খানের ছেলে সিদ্দিক খান (৪০), বার্থী গ্রামের আঃ রাজ্জাক ফকিরের ছেলে শহিদুল ফকির (৩৫)। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তাঁরাকুপি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, সংঘবদ্ধ একদল চোর উপজেলার বার্থী গ্রামের মন্নান লস্করের গোয়াল ঘর থেকে গত ১৮ মে দিবাগত গভীর রাতে ৪ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি গরু চুরি করে নিয়ে গেছে। মোবাইল ফোন আলাপের সূত্র  ধরে গ্রামবাসী গরু চুরির সন্দেহে সিদ্দিক খানকে আটক করে শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশের কাছে সোপর্দ করে।  সিদ্দিকের স্বীকারোক্তি অনুযায়ী শহিদুল ফকিরকে গ্রেফতার করা হয়।  এ ব্যাপারে  গরুর মালিক মন্নান লস্কর বাদি হয়ে আটককৃত ওই ২ গরু চোরের নামোল্লেখসহ অজ্ঞাতনামা চোরদের আসামি করে শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের  করেছে।
জানা গেছে, সংঘবদ্ধ একদল গরু চোর গত এক বছরে বার্থী গ্রামের ছালাম মাতুব্বর, আজিজ ফকির, ফারুক বেপারী, মন্নান লস্কর,  ইল্লা গ্রামের মোস্তফা ঘরামীর গোয়াল ঘর থেকে ১৬ লক্ষাধিক টাকা মূল্যের ১৫টি গরু  চুরি করে নিয়ে গেছে।

বিকেএস/এনবি

বাংলাদেশ সময়: ৯:২২:০৪ ● ৩৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ