ঢাকা সাগরকন্যা অফিস ॥
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি সপ্তাহেই। বেশির ভাগ সংগঠনের প থেকে ভোটকেন্দ্র অ্যাকাডেমিক ভবনে করার দাবি থাকলেও ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ভোটকেন্দ্র হচ্ছে হলেই। আর নির্বাচন হচ্ছে নির্ধারিত তারিখেই। আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় ডাকসু নির্বাচন সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় চূড়ান্ত প্রস্তুতিমূলক সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্য ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে এ সভা করেন উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক মো. আখতারুজ্জামান।
১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ হবে। সভা শেষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ‘নির্ধারিত ১১ মার্চ নির্বাচন অনুষ্ঠানের ল্য রেখেই আমরা কাজ করছি। থেকে সাত দিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’ এর আগে গত ২৯ জানুয়ারি ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত, বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত স্নাতকোত্তর শেষে একাধিক স্নাতকোত্তর বা সান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্সে অথবা এমফিলে অধ্যয়নরত ৩০ বছরের মধ্যে থাকা যেকোনো শিার্থী এ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তবে যাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক করেননি, তাঁরা সেই সুযোগ পাবেন না। নির্বাচনের ভোটকেন্দ্র গঠনতন্ত্র অনুযায়ী আবাসিক হলে করার সিদ্ধান্তও নেয় সিন্ডিকেট। ডাকসুর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটকেন্দ্র হলের বাইরে অ্যাকাডেমিক ভবনে করা উচিত বলে মনে করে ছাত্রদল ও বামপন্থী ছাত্রসংগঠনগুলো।
নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক কোটা সংস্কার আন্দোলকারীরাও গত সোমবার এই দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন। ডাকসু নির্বাচন পরিচালনায় নিযুক্ত প্রধান রিটার্নিং কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান বলেন,‘নির্বাচনের ভোটকেন্দ্র কোথায় হবে, সেই সিদ্ধান্ত সিন্ডিকেটের, এটি এখন আমাদের হাতে নেই। আর এটি অনেক আগে থেকেই মীমাংসিত একটি ইস্যু। আগের নির্বাচনগুলোতে ভোটকেন্দ্র হলেই হয়েছে। তবে অনেক সংগঠন যেহেতু ভোটকেন্দ্র হলের বাইরে করার দাবি জানাচ্ছে,এতে নির্বাচন প্রভাবিত হতে পারে। ‘ ভোটকেন্দ্রের ব্যাপারে প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্তের বিষয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘ডাকসুর গঠনতন্ত্রে ভোটকেন্দ্র হলে করার কথা আছে। সিন্ডিকেটেও একই সিদ্ধান্ত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ীই নির্বাচন হবে।
প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্য অধ্যাপক মো. কামাল উদ্দীন, ডাকসু নির্বাচন পরিচালনায় নিযুক্ত পাঁচ রিটার্নিং কর্মকর্তা,আবাসিক হলগুলোর প্রাধ্য ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান উপাচার্য।
এফএন/কেএস