কলাপাড়া থেকে কুয়াকাটাগামী বিকল্প সড়ক জোয়ার ভাটায় নির্ভরশীল!

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়া থেকে কুয়াকাটাগামী বিকল্প সড়ক জোয়ার ভাটায় নির্ভরশীল!
বৃহস্পতিবার ● ২৮ মে ২০২০


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কুয়াকাটাগামী বিকল্প সড়ক বালিয়াতলী খেয়াঘাটে খেয়া পারাপার এখন অনেকটা জোয়ার ভাটার উপর নির্ভরশীল রয়েছে দীর্ঘদিন ধরে। সামান্য জোয়ার হলে ডুবে যায় পটুয়াখালী কলাপাড়া উপজেলার বালিয়াতলী খেয়াঘাটের এই গাংওয়ে। অথচ এ খেয়া দিয়ে প্রতিদিন পাঁচটি ইউনিয়নের হাজার হাজার মানুষ কষ্ট করে যাতাযাত করে। সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়তে হচ্ছে শিশু, বয়োবৃদ্ধ ও রোগীদের। খোয়ার যাত্রী রেজাউল ইসলাম সাগরকন্যাকে জানান, জোয়ারের সময় এ খেয়াঘাটে এলে আমাদের ভোগান্তির শেষ থাকে না। খেয়া ঘাটে আসা রাসেল মিয়া জানান, এখন জোয়ার চলছে জানলে তিনি এ খেয়া পারাপার হতে আসতেন না। কষ্ট হলেও অন্য পথ দিয়ে ঘুরে যেতেন বলে জানালেন। বালিয়াতলী খেয়াঘাট ইজারাদার মো. মুসা গাজী জানান, পাঁচটি ইউনিয়নের মানুষ এ খেয়া দিয়ে প্রতিদিন যাতায়াত করে। জোয়ার হলে এ খেয়া দিয়ে মানুষ যাতায়াত করতে খুবই সমস্যায় পড়েন।
কলাপাড়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এ প্রসঙ্গে বলেন, বালিয়াতলী খেয়াঘাটটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত রয়েছে। ঘূর্ণিঝড় আমফানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে অল্প জেয়ারের পানিতেই ঘাটের গাংওয়ে ডুবে যাচ্ছে। অতি দ্রুত এটি মেরামতের ব্যবস্থা করবো। আপাতত বালুর বস্তা ফেলে ঘাট সচল রাখা হবে।

এসএম/এনবি

বাংলাদেশ সময়: ১৭:৪১:০৪ ● ৪১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ