স্কুল ছাত্রীকে উত্যক্তের দায়ে- নাজিরপুরে কলেজ ছাত্রের কারাদন্ড

প্রথম পাতা » পিরোজপুর » স্কুল ছাত্রীকে উত্যক্তের দায়ে- নাজিরপুরে কলেজ ছাত্রের কারাদন্ড
বুধবার ● ২৭ মে ২০২০


নাজিরপুরে কলেজ ছাত্রের কারাদন্ড

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় সবুজ বৈষনব (২৬) নামের এক কলেজ ছাত্রকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত সবুজ বৈষনব উপজেলার মালিখালী ইউনিয়নের যুগীয়া গ্রামের স্বপন বৈষনবের ছেলে। সে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের স্নাতক (পাস) শেষ বর্ষের ছাত্র।
মঙ্গলবার (২৬ মে) রাত ১২টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বলে থানা পুলিশের অফিসার ইন চার্জ মো. মুনিরুল ইসলাম মুনির নিশ্চিত করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্থাণীয় আকুল বালা মাধ্যমিক বিদ্যালয়ের এক মুসলিম ছাত্রীকে বিগত দেড় বছর যাবৎ ওই স্বপন বৈষনব প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে তিনি (ইউএনও)ওই কলেজ ছাত্রকে মঙ্গলবার (২৬মে) সন্ধ্যার দিকে পুলিশ দিয়ে আটক করান। পরে রাতে তার ভ্রাম্যমান আদালত ওই কলেজ ছাত্রকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর পিতা জানান, বিগত দেড় বছর ধরে ওই সবুজ বৈষনব তার কন্যাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছে। বিষয়টি স্থাণীয়দের বার বার জানালেও তাকে থামানো যায় নি। ওই স্কুল ছাত্রী চলতি বছরের আসন্ন এসএসসি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে অংশ গ্রহন করে ফল প্রত্যাশী।
স্থাণীয়রা জানান, সবুজ বৈষনব বিবাহিত ও সে প্রায়ই স্থাণীয় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীদের উত্যক্ত করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান জানান, ওই স্কুল ছাত্রীর দেয়া অভিযোগের ভিত্তিতে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৯:২৫ ● ৩০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ