তিন নম্বর সতর্ক সঙ্কেত - কলাপাড়া উপকূলজুড়ে ফের জলোচ্ছ্বাসের শঙ্কা

প্রথম পাতা » আবহাওয়া » তিন নম্বর সতর্ক সঙ্কেত - কলাপাড়া উপকূলজুড়ে ফের জলোচ্ছ্বাসের শঙ্কা
মঙ্গলবার ● ২৬ মে ২০২০


কলাপাড়া উপকূলজুড়ে ফের জলোচ্ছ্বাস শঙ্কা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

সঞ্চালনশীল মেঘমালার কারণে কলাপাড়ার পায়রা বন্দর, কুয়াকাটাসহ গোটা উপকূলের আকাশ মেঘলা রয়েছে। পূবের বাতাস বইছে। নদী ও সাগরে বইছে অস্বাভাবিক জোয়ার। লালুয়ার রাবনাবাদপাড়ের বাঁধভাঙ্গা জনপদের নয়টি গ্রাম আজও মঙ্গলবার (২৬ মে) দুপুরের জোয়ারে লোনা পানিতে প্লাবিত হয়েছে। এসব মানুষের এখন দূর্ভোগের শেষ নেই। দেবপুরের অর্ধশত পরিবারের ভোগান্তি একই ধরনের। সাগর প্রচন্ড উত্তাল হয়ে আছে।
কলাপাড়া ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদ্জ্জুামান খান জানান, পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। উপকূলে ৫ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা করছেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৪:২৬ ● ১৬৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ