কলাপাড়ায় আমফানে নিহত শাহ আলমের পরিবারকে সহয়তা প্রদান

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় আমফানে নিহত শাহ আলমের পরিবারকে সহয়তা প্রদান
রবিবার ● ২৪ মে ২০২০


কলাপাড়ায় আমফানে নিহত শাহ আলমের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় ঘুর্ণিঝড় আমফানে সচেতনতা মূলক প্রচার করতে গিয়ে নৌকা ডুবিতে নিহত সিপিপির সেচ্ছাসেবক সৈয়দ মো. শাহ আলম এর পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। ঢাকার রদেভু ৯৬-৯৮ ফাউন্ডেশন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ২০ হাজার টাকা ও কলাপাড়া পোষ্ট গ্রাজুয়েট ক্লাব(কেপিজেসি) ৫ হাজার টাকা শনিবার (২৩ মে) দুপুরে নিহত সৈয়দ শাহ আলমের বাড়িতে তার স্ত্রী সারভিন জাহান আখি, ছেলে তায়েফ ও সিয়ামের হাতে তুলে দেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মো. আছাদউজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন সিপিপির উপজেলা টীম লিডার আব্দুল মোতালেব হাওলাদার,কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু , ধানখালী ইউনিয়ন টিম লিডার গাজী আসাফউদৌলা সোহেল, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক  সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস কে রঞ্জন,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মো.ওমর ফারুক, ও কলাপাড়া পোষ্ট গ্রাজুয়েট ক্লাবের (কেপিজেসি) ধানখালী প্রতিনিধি গাজী রাইসুল ইসলাম রাজিব প্রমুখ।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ৬ নং ইউনিটের টিম লিডার সৈয়দ মো. শাহ আলম (৫৫)গত বুধবার সকাল ১০ টায় ঘূর্ণিঝড় আমফানের জন্য গ্রামবাসীকে সচেতন করতে যাওয়ার সময় নৌকায় পারহতে গিয়ে খালে পরে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবরিরা ও স্থানীয়রা ৯  ঘন্টা পরে তার লাশ খুজে পায়।


এসকেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৯:৫৯ ● ৪১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ