নেছরাবাদে ঈদের জামাত হবে নিয়ম নীতির মধ্য

প্রথম পাতা » পিরোজপুর » নেছরাবাদে ঈদের জামাত হবে নিয়ম নীতির মধ্য
রবিবার ● ২৪ মে ২০২০


নেছরাবাদে ঈদের জামাত হবে নিয়ম নীতির মধ্য

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতরের ঈদের বৃহত্তর জামাত ছারছীনা শরীফে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। চলমান করোনা ভাইরাসের সংক্রামন রুখতে সরকারি নিয়মনীতির মধ্য থেকে অনুষ্ঠিত হবে উপজেলার বৃহত্তম এ ঈদের জামাত।
পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সম্পর্কে অধ্যক্ষ মাওলানা ড.সৈয়দ শরাফাত আলী জানান, করোনাভাইরাস এড়াতে নিয়মনীতির মধ্য ছারছীনায় ঈদের জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এবছর জামাতে পূর্বের ন্যায় মুসল্লি কম হওয়ার সম্ভ^াবনা আছে।

এদিকে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত একই সময়ে নেছারাবাদ থানা কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, ৮.৩০মিনিটে এবং থানা মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া, উপজেলার আকলম ঈদ-গাঁ ময়দান, মিয়ারহাট জামে মসজিদ, সুটিয়াকাঠি হাফেজিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, জগন্নাথকাঠি বাইতুন আমান জামে মসজিদ, বন্দরের উত্তর পাড় জামে মসজিদ, বাটনাতলা জামে মসজিদ, পাটিকেল বাড়ি দরগাহ শরীফ জামে মসজিদ, রাজাবাড়ি জামে মসজিদসহ উপজেলার ৬০০ জামে মসজিদের ৪৫০টি মসজিদের অধিকাংশ মসজিদসংলগ্ন ঈদ-গা ময়দানে সকাল ৮টা থেকে সাড়ে আটটার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

উপজেলা ইসলামি ফাউন্ডেশনের তত্তাবধায়ক হাফেজ মো. মাসুম বিল্লাহ জানান, করোনা ভাইরাসের কারনে নিয়মনীতির মধ্য থেকে এবছর উপজেলায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। যেসব এলাকার মসজিদে নামাজির সংখ্যা বেশি হবে সেখানে প্রয়োজনে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিষয়টি আমরা সকল মসজিদ কমিটিকে অবগত করেছি।

এআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫২:৪৩ ● ২৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ