মঠবাড়িয়ায় ১৩দিন পর অপহৃত যুবক উদ্ধার

প্রথম পাতা » পিরোজপুর » মঠবাড়িয়ায় ১৩দিন পর অপহৃত যুবক উদ্ধার
শনিবার ● ২৩ মে ২০২০


মঠবাড়িয়ায় ১৩দিন পর অপহৃত যুবক উদ্ধার

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

অপহরনের ১৩দিন পর মো. জহিরুল ইসলাম মোল্লা (২৩) নামের এক যুবকে  পিরোজপুরের মঠবাড়িয়া থেকে   উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ওই যুবক ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামের মো. ইউসুফ আলী মোল্লার পুত্র। তাকে জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বাবুরহাট এলাকা থেকে শনিবার (২৩ মে) দুপুরে থানা পুলিশ উদ্ধার করেন।
অপহৃত যুবকের পিতা মো. ইউসুফ আলী মোল্লা বাদী হয়ে বিগত ১২ মে ৮ জন নামীয় ও আরো ৪/৫ জনকে অজ্ঞাত করে রাজাপুর থানায় অপহরনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ওই যুবকে ১০ মে দুপুরে তার বন্ধু মুন্না, মো. সৈকত, সুপ্যাক, মো. কালাম, মো.তুহিন, রবিন, হাবিবুল্লাহ ও তাওহীদ সহ তার ৮  ও আরো ৪/৫ জন অজ্ঞাত সহ ১২/১৩  জনে কথা আছে বলে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে ওই দিন বিকাল সাড়ে ৩ টার দিকে তাদের বন্ধু সুপ্যাক তার ব্যবহৃত (০১৭৩৫৫৭১৬৮৬) নম্বার থেকে তার (বাদী) কন্যা মোসাম্মাৎ সালমা জাহানের ব্যবহৃত মুঠো ফোনে(০১৩০৯৩৫৩৫৪২) ফোন দিয়ে তাহাদের বিকাশ নাম্বার (০১৭২৭৭২৫৫৮৫) তে ১০হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিতে বলেন। আর ওই টাকা না দিলে তার ছেলেকে খুন করা হবে বলে জানান।
মঠবাড়িয়া থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম. মাসুদুজ্জামান জানান, অপহৃত ওই যুবককে ওই দিন উপজেলার সাপলেজা ইউনিয়নের বাবুর হাট বাজারের এনায়েতের ডেকারেটরের সামেনে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থাণীয়রা  থানা পুলিশে  খবর দেন। পরে থানা পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৬:২৭ ● ২৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ