কলাপাড়ায় রবিবার পাঁচ হাজার পরিবার ঈদ-উদযাপন করবেন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় রবিবার পাঁচ হাজার পরিবার ঈদ-উদযাপন করবেন
শনিবার ● ২৩ মে ২০২০


কলাপাড়ায় রবিবার পাঁচ হাজার পরিবারে ঈদ-উদযাপন করবেন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

উপকূলীয় কলাপাড়ার প্রায় পাঁচ হাজার পরিবার আগামিকাল, রবিবার ঈদ-উল-ফিতর উদযাপন করবেন। প্রতি বছরের মত সৌদি আরবের সঙ্গে মিল রেখে এরা ঈদ উদযাপন করছেন।
ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া, শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে এই অনুসারীদের ঈদের নামাজের প্রধান জামাত সকাল আট টায় অনুষ্ঠিত হবে। অনুসারিরা এখবর নিশ্চিত করেছেন। চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলী, পাঁচজুনিয়া ও ধানখালী দরবার শরীফের হাজারো অনুসারি প্রধান জামায়াতে অংশ গ্রহণ করবেন। এছাড়া কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝিবাড়িতে বরাবরের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদের কেনাকাটসহ সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক নিজাম উদ্দিন বিশ্বাস জানান, তারা চিটাগং এর চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়িা তরিকতের অনুসারী। স্থানীয় ভাষায় এদেরকে চাঁদ টুপির অনুসারী বলা হয়। নিশানবাড়িয়া, গন্ডামারি, মরিচবুনিয়া, চালিতাবুনিয়া, ছইলাবুনিয়া, সেনের হাওলা, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া, আজিমদ্দিন গ্রামে প্রায় পাঁচ হাজার পরিবারে ১৫ হাজার লোক বসবাস করছেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২০:০০ ● ৩১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ