পিরোজপুরে ঘূর্ণিঝড় আমফান’ প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে ঘূর্ণিঝড় আমফান’ প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি
মঙ্গলবার ● ১৯ মে ২০২০


পিরোজপুরে ঘূর্ণিঝড় আমফান’ প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরে ঘূর্ণিঝড় আমফান’র প্রভাব পড়তে শুরু করেছে। মঙ্গলবার (১৯ মে) সকাল পর্যন্ত আবহাওয়া ভাল থাকলেও দুপুর ১২টা থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে ঘূর্ণিঝড় আমফান আঘাত হানলে মানুষকে আশ্রয় দেওয়ার জন্য ৫৫৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি মনিটরিং করার জন্য সাতটি উপজেলায়ই খোলা হয়েছে কন্ট্রোল রুম। এর পাশাপাশি আশ্রয়কেন্দ্রে আগতদের সেহেরি এবং ইফতারসহ শুকনো খাবারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
এছাড়া ঘূর্ণিঝড়ে আহতদের চিকিৎসা প্রদানের জন্য প্রতিটি উপজেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। আর মানুষকে সচেতন করার জন্য সকাল থেকেই মাইকিং অব্যহত রয়েছে। তবে করোনা দুর্যোগকালীন এ সময়ে যদি ঘূর্ণিঝড় আমফান আঘাত হানে, তাহলে এ এলাকার মানুষের দুর্ভোগের অন্ত থাকবে না ।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৮:২৫ ● ৩৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ