কাউখালীতে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ
রবিবার ● ১৭ মে ২০২০


কাউখালীতে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাস এর কারণে মানুষকে ঘরে রাখার লক্ষে  উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় গ্রামে গ্রামে গিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার টাকা বিতরন করছে সোনালীব্যাংক কাউখালী শাখা।
রবিবার (১৭ মে) কেউন্দিয়া ও শাহাপুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মানী ভাতা তুলে দেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা।
এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রতন কান্তি ঢালী,জাতীয় পার্টির সাধারন সম্পাদক শাহ আলম নসু,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইসলাম.উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.আরিফুর রহমান,মুক্তিযোদ্ধা মো.মফিদুল ইসলাম দুলাল মাঝী শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু প্রমূখ।
কাউখালী উপজেলায় এই প্রথম গ্রামে বাড়িতে বসেই সম্মানী ভাতার টাকা হাতে পেয়ে উপকারভোগীদের মুখে হাসি ফুটে ওঠে।
উপজেলা নির্বাহী কর্মকতা মোছা .খালেদা খাতুন রেখা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রশাসন যেভাবে দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে। করোনা রোধে ঠিক তেমনি আমরাও সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রামে গিয়ে ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার টাকা পৌঁছে দিচ্ছি।
কাউখালী উপজেলা পরিষদের চেয়ায়ম্যান আবু সাঈদ মিঞা মনু বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে বীর মুক্তিযোদ্ধারা ব্যাংকে এসে ভিড় করলে করোনা সংক্রমণ ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই করোনা রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাংক কর্মকর্তারা গ্রামে এসে  তাদের হাতে টাকা তুলে দিচ্ছেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৯:২৮ ● ৩০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ