কলাপাড়ায় সংখ্যালঘু পরিবারে হামলার ঘটনায় গ্রেফতার-১

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় সংখ্যালঘু পরিবারে হামলার ঘটনায় গ্রেফতার-১
রবিবার ● ১৭ মে ২০২০


কলাপাড়ায় সংখ্যালঘু পরিবারে হামলার ঘটনায় গ্রেফতার-১

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥


উপজেলার পাখিমারা বাজারে সংখালঘু পরিবারের জমিজমা দখলকে কেন্দ্র করে নারকীয় হামলা তান্ডবের ঘটনায় রবিবার কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। এতে নয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গুরুতর জখম বিধবা বৃদ্ধা শোভা রানীসহ তার ছেলে রঞ্জন, দুই ছেলে বউ আহত হয়। তাদেরকে বেধড়ক মারধর করাসহ পেটানো হয়েছে। এমনকি আহতদের চিকিৎসা করতে না দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। শনিবার শেষ বিকেলের এ ঘটনায় এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকেই মোঃ নিজাম মিয়াকে গ্রেফতার করে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বাকি আসামিরা পলাতক রয়েছে। পাখিমারার একাধিক হিন্দু পরিবারের সদস্যরা জানায় তাদের জমিজমা দখল করে উচ্ছেদে এমন হামলা তান্ডব চলছে। মাখন লাল বিশ^াস জানান, তার বাড়িতে চলাচলের সরকারি রাস্তা দখল করে নিয়েছে রওশনআরা বেগম নামের এক পড়শি। এ মহিলা তার জমি দখল করে পুকুর করেছে। তুলেছে সেমিপাকা ঘর। এ থেকে পরিত্রাণ পেতে মাখন লাল দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার মেলেনি বলে তিনি চরম আতঙ্কে রয়েছেন। তবে শোভা রানীর পরিবারের ওপর হামলার ঘটনায় মামলা ও একজন গ্রেফতারে এসব পরিবোরে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:০১:২৬ ● ৩৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ