গ্রহণযোগ্যরাই উপজেলায় মনোনয়ন পাবেন: ওবায়দুল কাদের

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গ্রহণযোগ্যরাই উপজেলায় মনোনয়ন পাবেন: ওবায়দুল কাদের
মঙ্গলবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৯


ধানমন্ডি কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রির সময় ওবায়দুল কাদের

ঢাকা সাগরকন্যা অফিস॥

উপজেলা নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা পালন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জণগণের কাছে গ্রহণযোগ্য, অধিকতর গ্রহণযোগ্য ব্যক্তি যাতে মনোনয়ন পান, সে বিষয়ে আমাদের সব ধরনের মেকানিজম আছে। এ বিবেচনাতেই আমরা মনোনয়ন দেবো।’ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের দ্বিতীয় দিনে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ‘অনিয়মের অভিযোগ আসতে পারে। অনেক সময় একাধিক প্রার্থী কারো নাম না এলে তারা অসন্তোষও থাকতে পারে, তবে সবকিছু যাচাই-বাছাই করে দেখতে হবে। এখানে তো আমাদের ইন্টারনাল মেকানিজম আছে, পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘মনোনয়ন চাওয়া অপরাধ না, দল করে দলের জন্য ত্যাগ করবে। রাস্তায় রাস্তায় পুলিশের মার খেয়েছে। নির্যাতন সহ্য করেছে অনেকেই। আওয়ামী লীগ কতদিন ক্ষমতায় তার আগে তো অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে দলের কর্মী থেকে নেতা হয়েছে। কাজেই আশা-আকাঙ্খা সবারই থাকতে পারে। কিন্তু মনোনয়ন তো আমরা চেয়ারম্যান একজনকে দেবো এবং ভাইস চেয়ারম্যানে দুইজন দেবো। একজন মহিলা একজন পুরুষ, এর বাইরে তো আর মনোনয়ন দেবো না।’ এ সময় এক প্রশ্নের জবাবে ফরম সংগ্রহের বিষয়টি উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘ফরম কেনাটা আমরা ওপেন করে দিয়েছি। ফরম কেনা তো নমিনেশন পাওয়া না। তাই সেটা আমরা ওপেন করে দিয়েছি।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে আসবে না, এটা অফিসিয়ালি বলেছে। কাউন্সিলর পদে তাদের অনেকে, তাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতারা কিন্তু প্রার্থীতায় আছেন। তারা কিন্তু অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাজেই তারা একেবারে মাঠে নেই এই কথা বলার কারণ নাই। উপজেলা নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা মনোনয়নপত্র তুলতে পারে।’

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১৯:৫৯ ● ৪৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ