পটুয়াখালীতে কৃষকের ধান কেটে গোলায় তুলে দিল ছাত্রলীগ

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে কৃষকের ধান কেটে গোলায় তুলে দিল ছাত্রলীগ
শনিবার ● ১৬ মে ২০২০


পটুয়াখালীতে কৃষকের ধান কেটে গোলায় তুলে দিল ছাত্রলীগ

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥


পটুয়াখালীতে এক দরিদ্র কৃষকের ধান কেটে গোলায় তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (১৬ মে)দুপুরে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হৃদয় আশীষের নেতৃত্বে এ ধান কাটা কর্মসূচী পালন করা হয়। সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বল্লবপুর এলাকার মোঃ মিজানুর রহমানের ক্ষেতের ধান কেটে গোলায় তুলে দেয় বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসময় ধান কাটা কর্মসূচীতে অংশ নেয় পটুয়াখালী সরকারী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাধারন সম্পাদক মেহেদী হাসান আসাদ, এবং জেলা ছাত্রলীগের কর্মী রাকিবুল ইসলাম তনু, আপন ঘোষ, মোহাম্মদ সুমন, আকাশ দাস প্রমূখ।

এ প্রসঙ্গে কৃষক মিজানুর রহমান বলেন-ধান কেটে গোলায় তোলার উপযোগী হলেও করোনা পরিস্থিতিতে কোন শ্রমিক পাওয়া যায়নি। শ্রমিক পাওয়া গেলেও তারা দ্বিগুণ পারিশ্রমিক দাবী করছে। তাদের দাবীকৃত পারিশ্রমিক মিটিয়ে ধান কাটা হলে দ্বিগুন লোকসানের পরতে হতো। আজ হটাৎ করে পটুয়াখালী শহর থেকে কিছু যুবক এসে আমার ২০ শতাংশ জমির ধান কেটে গোলায় তুলে দিয়েছে।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হৃদয় আশীষ বলেন-করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে-অসহায় মানুষদের পাশে দাড়ানোর। তাছাড়া এই কাজটি একটি মানবিক দৃষ্টান্ত। দেশরতœ শেখ হাসিনার ইতিবাচক চেতনাকে অনুসরন করে বাংলাদেশ ছাত্রলীগ মানুষের কল্যানে কাজ করছে। তাছাড়াও আজ একজন অসহায় কৃষকের পাশে দাড়াতে পেরে আমরা আনন্দিত। মানুষের উপকার করে তার আনন্দই আলাদা।

বিডি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৪০ ● ৩১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ