নেছারাবাদে প্রথম করোনা রোগী শনাক্ত

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে প্রথম করোনা রোগী শনাক্ত
শুক্রবার ● ১৫ মে ২০২০


নেছারাবাদে প্রথম করোনা রোগী শনাক্ত

নেছারাবাদ  (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে মো. কাঞ্চন (৩৩) নামে এক ট্রাক ড্রাইভার প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছে। কাঞ্চন উপজেলার সোহাগদল ইউপি’র ২নং ওয়ার্ডের দুলাল মিয়ার ছেলে।

বরিশাল শের-ই- বংলা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা শেষে তার দেহে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়।
তিনি দেশের বিভিন্ন এলাকায় ট্রাক চালাত। বুধবার বিকেলে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের (আলকিরহাট এলাকা) বাড়ী চলে আসে। সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসন ওইদিন রাতেই আক্রান্তের বাড়িসহ দুই বাড়ি লকডাউন ঘোষনা করেছেন ।
উপজেলা হাসপাতালের ডা. মো. আসাদুজ্জামান  বলেন, উপজেলার সোহাগদল ইউনিয়নের কাঞ্চন নিজে বুধবার বরিশালে নমুনা দিয়ে বাড়ী আসে। বৃহস্পতিবার রাতে ওই হাসপাতাল থেকে তার কোভিড ১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। আজ তাকে বিশেষ এম্বুলেন্সে বরিশাল হাসপাতালে নেওয়া হবে এবং তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য বরিশাল শেবাচিমে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে এ উপজেলায় এ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়া উপজেলার জনসাধারণের মধ্যে আতংক বিরাজ করছে।

এএ/এমআর

 

বাংলাদেশ সময়: ১৬:৩৫:২৮ ● ৩৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ