করোনা শনাক্ত-১ কলাপাড়ায় ২৫ বাড়ি লকডাউন

প্রথম পাতা » পটুয়াখালী » করোনা শনাক্ত-১ কলাপাড়ায় ২৫ বাড়ি লকডাউন
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০


কলাপাড়ায় ২৫ টি বাড়ি লকডাউন

কালাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকায় এক মৎস্য ব্যবসায়ী করোনা আক্রান্ত হওয়ার কারেন ১৩ মে বুধবার রাত ১২ টার দিকে ২৫ টি বাড়ী লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন  ।
কলাপাড়া হাসপাতালের চিকিৎক ডা,রেফায়েত হোসেন জানান,মৎস্য ব্যবসায়ী করোনা উপসর্গ নিয়ে বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান,ঘটনা স্হলে গিয়ে জানতে পারি ওই মৎস্য ব্যবসায়ী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিল। তাই আশ পাশের ২৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
এদিকে, এ ঘটনার পরপর রাত ১২ টার দিকে কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের বরাত দিয়ে একটি মাইকিং করা হয় । এতে ঔষুধের দোকান সারা সকল ধরনের দোকান -পাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ জানান । তবে বৃহস্পতিবার সকাল থেকে সকল ধরনের দোকান-পাট বন্ধ রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা ।


এসকেআর/এমআর

 

বাংলাদেশ সময়: ১৬:৩২:২৬ ● ১০৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ