ভূমি অধিগ্রহন- কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » ভূমি অধিগ্রহন- কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মানববন্ধন
বুধবার ● ১৩ মে ২০২০


কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় নির্মানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর সংযোগ সড়কে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বসতঘর ও গাছপালার যথাযথ ক্ষতিপুরনের দাবিতে মানববন্ধন করেছে।
বুধবার (১৩ মে) দুপুরে শারীরিক দূরত্ব বজায় রেখে এসব পরিবারের সদস্যরা মানববন্ধন করেছে। তাদের দাবি সৈয়দ নজরুল ইসলাম সেতুর টিয়াখালী অংশে ফোরলেন সড়ক পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সংযোগ সড়কের জন্য কৃষিজমিসহ মানুষের বসতভিটা অধিগ্রহণ করা হয়। তবে ১৪টি পরিবারের দাবি তাঁদেরকে ক্ষতিপুরনের আওতা থেকে বাদ দেয়া হয়েছে। এসব পরিবারের সদস্যরা বুধবার মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তা বেগম, নজরুল ইসলাম। বক্তারা তাঁদেরকে ক্ষতিপুরনের আওতায় অন্তর্ভূক্ত করার দাবি করেন। এরা তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ করেন।
উল্লেখ্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সেতুটির দুইপাড়ে সংযোগ সড়কের নির্মাণ কাজ শুরু করেছে। আন্ধার মানিক নদীর টিয়াখালী অংশে সাড়ে তিন কিলোমিটার সংযোগ সড়ক এবং বালিয়াতলী অংশে ১০৮৫ মিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। টপে সড়কটি ৩৬ ফুট প্রস্থ ডাবল লেন নির্মিত হবে বলে প্রকৌশলী দেলোয়ার হোসেন জানিয়েছেন। তিনি এও জানান, সবাইকে যথাযথ ক্ষতিপুরন দেয়া হবে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২০:৫৪ ● ৩৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ