চরফ্যাশনে প্রসূতিকে সিজারে বাধ্যে অপচেষ্টার অভিযোগ

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে প্রসূতিকে সিজারে বাধ্যে অপচেষ্টার অভিযোগ
বুধবার ● ১৩ মে ২০২০


---

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥
গাইনী ডাক্তারের নির্দেশ প্রসূতিকে সিজার করতে হবে। প্রসূতির স্বাভাবিক ভাবে সন্তান প্রসব করায় ক্ষিপ্ত হয়ে ওই প্রসূতিকে চরফ্যাশন আধুনিক হাসপাতালের ফ্লোরে রাখার অভিযোগ উঠেছে।
প্রসূতির স্বামী শিক্ষক লোকমান হোসেন অভিযোগে বলেন, আমি চরফ্যাশন আধুনিক হাসপাতালের কর্মরত গাইনী ডাক্তার হোসনে আরার মাধ্যমে নিয়মিত আমার স্ত্রীকে চিকিৎসা দিয়ে আসছি। আগামী ১৯ মে সম্ভাব্য ডেলিভারির সময় দেয়া হয়েছে। মঙ্গলবার ভোর ৪টায় আমার স্ত্রীর স্বাভবিক ভাবে সন্তান প্রসব করে।
কিন্তু প্রসূতির রক্তক্ষরণ হলে চিকিৎসার জন্য চরফ্যাশন আধুনিক হাসপাতালে গাইনী ডাক্তার দেখানো জন্যে আনা হয়। ২ তলায় কেবিনে ভর্তি করবে, ঠিক এসময় খালেদ তিতুমীর বলেন, এ রোগীর চিকিৎসা এখানে হবেনা, বলছেন হোসনে আরা ম্যাডাম। একই সাথে আমার সাথে চরম খারাপ আচরণ করা হয়। এরপর ভুক্তভোগীরা তাদের রোগীকে চরফ্যাশন সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা করে যাচ্ছেন।
এদিকে একজন রোগীর সাথে চরম অমানবিক আচরণের বিষয়টি চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসানসহ গণমাধ্যম কর্মীকে জানিয়েছেন রোগীর স্বজনরা।
অভিযোগ রয়েছে, চরফ্যাশন আধুনিক হাসপাতালে কোন প্রসূতি এলে সিজার না লাগলেও মোটা অংকের টাকা নিয়ে সিজার করার অভিযোগ গাইনী ডাক্তার হোসনে আরার বিরুদ্ধে।
চরফ্যাশন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, চরফ্যাশন আধুনিক হাসপাতালের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। যেকোন সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আধুনিক হাসপাতালের পরিচালক তিতুমির বলেন, প্রসূতির রক্তক্ষরণ হওয়ায় তাকে চরফ্যাশন হাসপাতালের জরুরী বিভাগে নেয়ার জন্যে বলা হয়েছে।

এমএএইচ/এনবি

বাংলাদেশ সময়: ১২:৫৫:১৩ ● ৩৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ