ফলোআপ– চরফ্যাশনে সেই ইউপি সদস্য বরখাস্ত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফলোআপ– চরফ্যাশনে সেই ইউপি সদস্য বরখাস্ত
মঙ্গলবার ● ১২ মে ২০২০


---

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥
চরফ্যাশনে সরকারী চাল আত্মসাতের ঘটনায় দুলারহাট থানার আহমদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) কামাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
প্রকাশ, গত বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহামুদের নেতৃত্বে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দুলারহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। এসময়ে তার বাড়ির বসতঘর থেকে জেলে পূর্নবাসনের ৫বস্তা সরকারী চাউল ও ১১টি খালিবস্তা উদ্ধার করা হয়। ওই রাতেই সরকারী চাউল আতœসাতের উদ্দেশ্যে নিজ বসতঘরে মজুদ রাখার অপরাধে মেম্বার কামাল হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। দুলারহাট থানায় দায়ের করা মামলায় শুক্রবার গ্রেফতারকৃত ইউপি সদস্য কামাল হোসেনকে আদালতে সোপর্দ করেছেন। তিনি বর্তমানে জেল হাজতে আছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে এক পত্রে ইউপি সদস্য কামাল হোসেনকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৯:৫৯ ● ৩৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ