কলাপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
মঙ্গলবার ● ১২ মে ২০২০


প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দিচ্ছেন এমপি।

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পটুয়াখালীর কলাপাড়ায় করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় অ্যাকশন অন ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট (এডিডি) এর বাস্তবায়নে ও ক্যাফোড, ইউকে এর অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ইউনিয়নের ২২২ জন প্রতিবন্ধী নারী ও পুরুষকে নগদ ২ হাজার টাকা করে ৪ লক্ষ ৪৪ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও চাকামইয়া ইউনিয়ন পরিষদকে ব্লিসিং পাউডারসহ ২০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন জীবানুনাশক স্প্রে মেশিন দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী- ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মো. মহিবুর রহমান মহিব। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক, চাকামইয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির কেরামত, সহ-সভাপতি মকবুল হোসেন, এডিডি প্রযেক্ট কো-অর্ডিনেটর মো. আল্লামা ইকবাল, ফিল্ড কো-অর্ডিনেটর মো. নাজমুল হোসাইন খান প্রমুখ।
অ্যাকশন অন ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট (এডিডি) এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আল্লামা ইকবাল বলেন, আমরা প্রতিবন্ধী নারী ও পুরুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। আজ (১২ মে) আমরা ২২২ জন প্রতিবন্ধীর মাঝে ৪ লক্ষ ৪৪ হাজার টাকা বিতরণ করেছি। এছাড়াও উপজেলার কয়েকটি ইউনিয়নে গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০০ লিটার পানির ট্যাংক ও বেসিনসহ হাত ধোয়ার কর্ণার স্থাপনের কাজ আমাদের চলামন রয়েছে।

এসকেআর/এনবি

বাংলাদেশ সময়: ১৭:০৮:২৯ ● ৩৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ