ইন্দুরকানীতে নিবন্ধিত জেলেরা পাচ্ছে ভিজিএফ চাল

প্রথম পাতা » পিরোজপুর » ইন্দুরকানীতে নিবন্ধিত জেলেরা পাচ্ছে ভিজিএফ চাল
মঙ্গলবার ● ১২ মে ২০২০


ইন্দুরকানীতে নিবন্ধিত জেলেরা পাচ্ছে ভিজিএফ চাল

ইন্দুরকানী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের ইন্দুরকানীতে সকল নিবন্ধিত জেলেরা পাচ্ছে ভিজিএফ চাল। এই প্রথম বারের মত নিবন্ধিত জেলেরা ভিজিএফ এর চাল পেতে যাচ্ছে এমনটাই নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ।
উপজেলার ২০৯৮ জন নিবন্ধিত জেলে আছে বরাদ্দ কম থাকায় তিন ইউনিয়নে মাত্র ৯৪৮জন জেলে এই চাল পেত নিয়মিত। বাকি নিবন্ধিত জেলেরা চাল পেত না। করোনা দূর্যোগের ফলে এবার ফেব্রুয়ারী মার্চ মাসে ৯৪৮ জন জেলে জন প্রতি দুই মন চাল পায়। এখন এপ্রিল মে মাসের জন্য প্রতি জেলেকে দুই মন করে চাল বিতরন করা শুরু হয়েছে। যদিও জেলেদের ভিজিএফ এর চাল চার মাস করে পাওয়ার কথা। কিন্তু নিবন্ধিত জেলেদের তুলনায় বরাদ্দ কম থাকায় দুই মাস করে সকল জেলেদের মাঝে চাল বিতরন করা হচ্ছে। উক্ত চাল বিতরনের সময় কার্ডধারী নিবন্ধিত জেলা বিক্ষোভ করে চাল পাওয়ার জন্য। তাদের বিভিক্ষোভের খবর বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।
উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি হামেদ জোমাদ্দার বলেন, আমাদের কার্ডধারী জেলেরা এ চাল পায় বলে অন্য সকল সহায়তা থেকে তারা বঞ্চিত। আবার বরাদ্দ কম থাকায় সকল নিবন্ধিত জেলেরা চাল পায় না। সকল নিবন্ধিত জেলেরা যাতে চাল পায় সেজন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন উপজেলার মদস্যজীবীরা। উপজেলা নির্বাহী অফিসার ও জাটকা রক্ষা টাস্ক ফোর্সের সভাপতি হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, আমরা উপজেলার মৎস্য কর্মকর্তা, ইউনিয়নের চেয়ারম্যান ও মৎস্যজীবি সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করে জেলে কার্ডের চাল ৪ মাসের পরিবর্তে ২মাস দেওয়ার সিদ্ধান্ত করি এবং করোনা মহারির সময় যাতে কেউ অনাহারে না থাকে তাই নিবন্ধিত সকল জেলেদের চাল দেওয়ার জন্য এই সিদ্ধাটি নিতে হয়েছে এবং সকল জেলেদের চাল পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

এমএসকে/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০০:৩১ ● ৪০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ