কলাপাড়ায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীর এপিএস’র ওপর হামলা

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীর এপিএস’র ওপর হামলা
রবিবার ● ১০ মে ২০২০


আহত শামীমুজ্জামান কাশেমের চিকিৎসা প্রদানের সময় ছবিটি তোলা হয়েছে।

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥
পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক নেতা ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীর এপিএস শামীমুজ্জামান কাশেমের ওপর সশস্ত্র হামলা হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র এলাকার নিশানবাড়িয়ায় এ হামলার ঘটনা ঘটে। তাকে বেধড়ক লাটিপেটা করা হয়েছে। পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এসময় একটি দোকান ভাংচুর করা হয়। তিনি দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নেন। পরে কলাপাড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত শামীমুজ্জামান জানান, তিনি ব্যবসায়ীক কাজে ওই এলাকায় গিয়েছিলেন। স্থানীয় হেলাল মোল্লার দোকানে অবস্থান করছিলেন। এসময় ৫/৬টি মোটরসাইকেল যোগে মুখোশধারী সন্ত্রাসীরা ওইখানে গিয়ে কোন কিছু বোঝার আগেই বেধড়ক হামলা চালায়। দাবি করে একলাখ টাকা। না পেয়ে অতর্কিত হামলা চালায়। এদের হাতে রামদাসহ অস্ত্র ছিল বলে শামীমুজ্জামান জানান।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক আহতকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। হামলাকারীদের খুঁজে বের করা হবে বলেও জানান ওসি।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৩৮ ● ১৩৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ