কলাপাড়ায় কলেজ শিক্ষকের ত্রাণ বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় কলেজ শিক্ষকের ত্রাণ বিতরণ
রবিবার ● ১০ মে ২০২০


কলাপাড়ায় প্রধানমন্ত্রীর নামে কলেজ শিক্ষকের ত্রাণ বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো.আবু ইউসুফ প্রধান মন্ত্রী শেখ হাসিনার নামে দ্ইু শতাধিক হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
রবিবার দুপুরে তার নিজ বাড়ি উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ও  হতদরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য এ সামগ্রী বিতরন করেন। প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি চাল,দুই কেজি আলু, দুই কেজি ডাল,  এক লিটার তৈল ও একটি করে সাবান প্রদান করা হয়। এর আগে তিনি পৌর শহরের নাচনাপাড়া এলাকার প্রধান মন্ত্রী শেখ হাসিনার নামে অর্ধশতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি।
প্রভাষক আবু ইউসুফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চাকুরি পাওয়ায় নিজ উপার্জিত বেতনের টাকা দিয়ে এসব কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রীর নামে খাদ্য সহায়তা প্রদান করেছি। হতদরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবানদের হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।

ইউকেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০০:০৮ ● ৪৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ