নাশকতার অভিযোগ ইন্দুরকানীতে রাতের আঁধারে দোকান ঘরে আগুন

প্রথম পাতা » পিরোজপুর » নাশকতার অভিযোগ ইন্দুরকানীতে রাতের আঁধারে দোকান ঘরে আগুন
শুক্রবার ● ৮ মে ২০২০


সব হারিয়ে দিশেহারা সাইফুল ও তার ক্ষতিগ্রস্ত দোকান ঘর।

ইন্দুরকানী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি
ইন্দুরকানীর পশ্চিম বালিপাড়া এলাকায় রাতের আঁধারে একটি দোকানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে নগদ টাকাসহ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিক সাইফুল ইসলাম শেখ সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকালে ৫টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরি। এরপর এশার আযানের পর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আমার বসত ঘরের বারান্দায় দাঁড়িয়ে দোকান ঘরে আগুন দেখে সেখানে ছুটে যাই। আমাদের ডাকচিৎকারে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানের মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সাইফুল আরও বলেন, আগুন নিভানোর সময় একটি দরজা ভাঙ্গা দেখতে পাই। যা থেকে আমার ধারণা, কেউ শত্রুতামূলক আমার দোকানের মালামাল লুট করে আগুন লাগিয়ে দিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ক্ষতিগ্রস্তকে থানা পুলিশের মাধ্যমে আইনী ব্যবস্থা নেয়ার পরামর্শ দেই। তবে এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫:০০:৪৪ ● ১০১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ