কুয়াকাটায় ভুয়া ডিবি পুলিশ আটক

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় ভুয়া ডিবি পুলিশ আটক
শুক্রবার ● ৮ মে ২০২০


আটত হওয়া ভুয়া ডিবি পুলিশ রফিক

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে ডিবি পরিচয় দেয়া এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে সৈকতের ট্যুরিজম পার্ক এলাকার চা দোকানীকে দোকান খোলা রাখায় ভয়ভীতি দেখায়। তার চলাফেরা ও আচারণে এসময় সন্দেহ হলে স্থানীয়রা উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত ২দিন আগে কুয়াকাটা আসা ওই যুবকসহ আরও একজন ডিবি পুলিশসহ বিভিন্ন পরিচয় দিয়ে ক্ষুদ্র ব্যকমায়ীদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছিল। মহিপুর থানার এসআই সাইদুর রহমান বলেন, আটককৃত ওই যুবকের নাম রফিক (৩৫)। পিতা- আব্দুল করিম । বরিশাল সদরের ২২ নং ওয়ার্ডের কাজীপাড়া মহল্লার বাসিন্দা। পেশায় নির্মাণ শ্রমিক। আটকের সময় রফিকের কাছ থেকে অনেকগুলো চাবি, ১টি চাকু, ১টি কেচি, রশি, জাতীয় পরিচয় পত্রসহ একাধিক ব্যক্তির ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, আটককৃত রফিককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। তবে বরিশাল সদর থানায় খোঁজখবর নেয়ার পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৫২ ● ৭২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ