বাউফলে পাঁচ করোনা জয়ী বাড়ি ফিরলো

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে পাঁচ করোনা জয়ী বাড়ি ফিরলো
বৃহস্পতিবার ● ৭ মে ২০২০


---

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) থেকে॥
বাউফলে একই পরিবারের পাঁচ করোনা আক্রান্ত রোগি ১৭ দিন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকার পর করোনাকে জয় করে ফুলেল শুভেচ্ছা নিয়ে নিজেদের বাড়ি ফিরলো। এদের প্রত্যকের বাড়ি উপজেলার কালাইয়া ইউনিয়নে। আজ বৃহষ্পতিবার  বেলা ১১ টার দিকে বাড়ি ফিরেছেন। কালাইয়া ইউপি চেয়ারম্যান এস. এম. ফয়সাল আহমেদ মনির মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, সহকারি কমিশনার (ভূমি) আনিছুর রহমান বালি, বাউফল  সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ফারুক হোসেন, কালাইয়া ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন, ইউপি সদস্য ফিরোজ হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। খবর পেয়ে এসময় ওই পরিবারকে টেলিফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম.  ফিরোজ এমপি।
করোনা বিজয়ীরা হলেন আজিমন বিবি (৮০), হাওয়া বিবি (৫০), হনুফা বিবি (৪০), ফারজানা আক্তার (১৪) ও সিদ্দিকুর রহমান (২২) এরা সকলেই একই পরিবারের সদস্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, একই পরিবারের এই পাঁচ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। সকল বিধিবিধান মেনে চলায় আজ তারা করেনা ভাইরাসের মতন একটি মরণ ব্যাধিকে জয় করে পুরোপুরি সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল নারায়নগঞ্জ থেকে একটি এ্যাম্বুলেন্সে করে ওই পরিবারের ছয়জন কালাইয়া ইউনিয়নে গ্রামের বাড়িতে আসেন। স্থানীয়দের আপত্তির কারণে তাদেরকে কালাইয়া ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের একটি ভবনে হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়। ২২ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয় এবং ২৪ এপ্রিল প্রাপ্ত রিপোর্টে পাঁচজনের করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর থেকে ওই ভবনকেই প্রাতিষ্ঠানিক আইসোলেশন ঘোষণা করে শনাক্তকৃত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক চিকিৎসাসহ পর্যবেক্ষণে রাখে। বাউফলে এ পর্যন্ত করোনায় সক্রমণে মোট ১০ জন শনাক্ত হয়েছে। এদের মধ্যে উপজেলার কালিশুরী ইউনিয়নে হালিম বক্স (৫০) নামের এক ব্যক্তি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। বর্তমানে উপজেলার বগা ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজে ২ জন, চন্দ্রদ্বীপ ইউনিয়নে এক জন এবং বাউফল সরকারি কলেজে একজন আইসোলেশনে রয়েছে।

এপি/এনইউবি

বাংলাদেশ সময়: ১২:১১:৩৯ ● ৪১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ