কুয়াকাটাসহ ছয় ইউনিয়নে আট ঘন্টা বন্ধের পরে সচল বিদ্যুত সরবরাহ

প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটাসহ ছয় ইউনিয়নে আট ঘন্টা বন্ধের পরে সচল বিদ্যুত সরবরাহ
বুধবার ● ৬ মে ২০২০


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কুয়াকাটা পর্যটন এলাকাসহ কলাপাড়ার ছয়টি ইউনিয়নে অন্তত দশ হাজার গ্রাহক আট ঘন্টা বন্ধ থাকার পরে বিদ্যুত সংযোগ পেয়েছে। বুধবার সকাল সাড়ে সাত টায় কলাপাড়ার আন্ধারমানিক নদীর ওপর রিভার ক্রসিং টাওয়ারের ৩৩ কেভি লাইনের একটি তার ছিড়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারটি পুনঃস্থাপন করে বিকেল তিনটা ৪৫ মিনিটে ফের বিদ্যুত সরবরাহ সচল করা হয়। কলাপাড়া পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম প্রকৌশলী শহীদুল ইসলাম এখবর নিশ্চিত করেছেন।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৬:০৬:০৪ ● ৪১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ