রাজাপুরে খালে বিষ প্রয়োগ চক্রের ২ জনের কারাদণ্ড

প্রথম পাতা » ঝালকাঠী » রাজাপুরে খালে বিষ প্রয়োগ চক্রের ২ জনের কারাদণ্ড
মঙ্গলবার ● ৫ মে ২০২০


বিষ প্রয়োগে মাছ শিকারের সময় আটককৃত (হ্যাণ্ডকাপ পরানো) দণ্ডপ্রাপ্তরা।

রাজাপুর (ঝালকাঠি) সাগরকন্যা প্রতিনিধি॥
ঝালকাঠির রাজাপুরে মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা মানকি খালে বিষ প্রয়োগের প্রস্তুতিকালে আটক খালে বিষ প্রয়োগ চক্রের ২ ব্যক্তিকে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে তাদের এ কারাদণ্ড দেন ইউএনও সোহাগ হাওলাদার। এদের কাছ থেকে প্যারাক্রম ও ফাইটারমেথিন নামে একশ’ এমএল’র ২ বোতল বিষ, একটি বেহুন্দি জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হল- ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মাসুম খলিফা (২৪) ও চাঁনপুরা গ্রামের হাবিব বেপারীর ছেলে জসিম বেপারী। ইউএনও সোহাগ হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি রাজাপুর উপজেলার বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছসহ বিভিন্ন প্রাণী নিধন করে আসছিল। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে খালে বিষ প্রয়োগের প্রস্তুতিকালে পুখরিজানা মানকি খালের স্লুইজগেট এলাকায় তাদের এলাকাবাসী আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

আরআর/এনইউবি

বাংলাদেশ সময়: ১৬:০০:২৮ ● ৬০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ