বাউফলের শিক্ষকরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন বিশ লক্ষাধিক টাকা

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলের শিক্ষকরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন বিশ লক্ষাধিক টাকা
মঙ্গলবার ● ৫ মে ২০২০


প্রতীকী ছবি

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥
করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পটুয়াখালীল বাউফল উপজেলার শিক্ষক-কর্মচারীরা মোট  ২০ লাখ ৪৯ হাজার ৩৮৭ টাকা জমা দিয়েছেন। সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকের হিসাব নম্বরে ওই টাকা জমা দেওয়া হয়। মঙ্গলবার উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
এর মধ্যে প্রাথমিকের শিক্ষক-কর্মচারীরা জমা দিয়েছেন ৬ লাখ ৫০ হাজার টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা দিয়েছেন ৫ লাখ ৬ হাজার টাকা, মাদরাসার শিক্ষক-কর্মচারীরা দিয়েছেন ৫ লাখ ৮৩ হাজার ১৮৭ টাকা ও কলেজের শিক্ষক-কর্মচারীরা জমা দিয়েছেন ৩ লাখ ১০ হাজার ২০০ টাকা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁরা তাঁদের একদিনের বেতনের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়ার জন্য তাঁর মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকের ব্যাংক হিসেবে জমা দিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল হক বলেন, উপজেলার ২৩৯ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা প্রত্যেকে তাঁদের বৈশাখী ভাতার ২০ শতাংশ টাকা তাঁর মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ব্যাংক হিসাব নম্বরে জমা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন,‘এ উপজেলার শিক্ষক-কর্মচারী মোট ২০ লাখ ৪৯ হাজার ৩৮৭ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। দেশের এই দুঃসময়ে শিক্ষকরা সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মহানুববতার পরিচয় দিলেন।’

বাংলাদেশ সময়: ১৪:০৩:৩৮ ● ৩৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ