কলাপাড়ায় কোটি টাকার বাণিজ্য মিশনে বালুদস্যুরা বেপরোয়া

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় কোটি টাকার বাণিজ্য মিশনে বালুদস্যুরা বেপরোয়া
মঙ্গলবার ● ৫ মে ২০২০


ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলাকারী দণ্ডপ্রাপ্তরা। ৪ মে, ২০২০ দুপুরে ছবিটি তোলা হয়েছে।

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
করোনার থাবায় যখন বিশ্বসহ বাংলাদেশে চলছে লকডাউন, ঠিক তখনই কলাপাড়ার উপকূলীয় জনপদে বালুদস্যুরা অবৈধ বালু উত্তোলনের মধ্য দিয়ে কোটি কোটি টাকা আয়ের মিশনে নেমেছে। এরা সশস্ত্র অবস্থান করে রাবনাবাদ চ্যানেলে ফ্রি-স্টাইলে মাসের পর মাস বালু উত্তোলন করে আসছে। বালুদস্যু বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা মোবাইল কোর্ট চলাকালে কলাপাড়ার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের নেতৃত্বে গোটা টিমের ওপর হামলা চালিয়েছে। এমনকি ইটপাটকেল নিক্ষেপ করায় পুলিশসহ পাঁচ জন আহত হয়। সোমবার সকালে এ হামলা চালানো হয়েছে। পশুরবুনিয়া এলাকায় কেরামত লিটন গাজীর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। ইউএনও এবং পুলিশবাহী স্পিডবোডকে ট্রলার নিয়ে ধাওয়া করা হয়। পরে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আটজনকে মোবাইল কোর্টে তিন মাসের কারাদন্ড দেয়া হয়। ২৫ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের অভিযোগ কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। আটটি বালু বোঝাই বাল্কহেড (বলগেট) জব্দ করা হয়েছে। বর্তমানে এই বালুদস্যুদের কাছে প্রশাসন অনেকটা অনিরাপদ মনে করছে স্থানীয় মানুষ। দিনের বেলা প্রকাশ্যে বালুদস্যুদের এমন তান্ডবে মানুষ হতবাক। করোনার ছোবলে সবকিছু স্থবির হয়ে থাকলেও বালুদস্যুতা থামছে না কোনভাবেই। রাবনাবাদ চ্যানেলে বালুকাটা বন্ধে ইতোপূর্বে কাউয়ারচর পয়েন্টে অভিযান চালিয়ে জরিমানাসহ মহিপুর থানায় একাধিক মামলা করা হয়েছে। মহিপুরের কর্মরত তহশিলদার বাদী হয়ে এ মামলা করেছেন। কিন্তু এসব আসামিরা কেউ গ্রেফতার হয়নি। কুয়াকাটার নবীনপুরে অতিসম্প্রতি এক বালুদস্যুকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু কোটি কোটি টাকার সরকারি বালু কেটে বিক্রি করা এচক্র এখন নিজেদেরকে সর্বেসর্বা বলে মনে করছে। এক সময়ের ভাঙ্গারি (পুরনো লোহা লক্কর) বিক্রেতা এচক্রের মূল হোতা তার অদৃশ্য শক্তির বলে এখন কোটিপতি বনে গেছে। বর্তমানে বালুস্যুদের এচক্রের কোটিপতি হওয়ার মিশনের স্বপ্ন বাস্তবায়নে জেলা প্রশাসনের একটি চক্রের সঙ্গে রয়েছে নিবিড় যোগাযোগ। নইলে সরকার ঘোষিত কলাপাড়ার একমাত্র বালুমহল খাজুরা এলাকায় বালু না কেটে কিভাবে রাবনাবাদ চ্যানেলজুড়ে শত শত বাল্কহেড বালু উত্তোলনের কাজে সক্রিয় রয়েছে, এনিয়ে মানুষ নানান মন্তব্য করছেন। এমনকি উপজেলা প্রশাসনের কর্তারা পর্যন্ত হামলার মুখে পতিত হলো।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৩:২৫:০১ ● ৪৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ